জিবিনিউজ 24 ডেস্ক //
লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, রাজনৈতিক ও মারাত্মক অর্থসংকটে মধ্যে থাকা লেবানন বিপদের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি। তিনি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে নতুন সরকার গঠন করা না হয় তাহলে সরকার ছাড়া লেবানন টাইটানিক জাহাজের মতো ডুবে যাবে। সোমবার( ২৯ মার্চ) নাবিহ বেরি জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন।
এ সময় নাবিহ বেরি বলেন, “আগামী দুই মাসের মধ্যে নতুন সরকার গঠন না করলে দেশ বড় বিপদের মুখে পড়বে। সামগ্রিকভাবে দেশ এখন টাইটানিক জাহাজের মতো অবস্থায় আছে। আমাদের এখনই জেগে ওঠার সময় কারণ শেষ পর্যায়ে যদি জাহাজ ডুবে যায় তাহলে কেউ বাঁচতে পারবে না।”
গত বছরের ৪ আগস্ট বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী হাসান দিয়াব পদত্যাগ করেন এবং তিনি বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে নিচ্ছেন। লেবাননের জনগণ নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছেন।
এরইমধ্যে হাসান দিয়াব হুমকি দিয়ে বলেছেন, নতুন সরকার গঠন করা না হলে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন বন্ধ করে দেবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন