প্রগতিশীল জাতীয়তাবাদী দল- পিএনপি’র চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও মহাসচিব আহমেদুর রহমানের যুক্ত বিবৃতি বলেছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার দেশের গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সাধারণ মানুষের প্রতি ন্যূনতম মায়া থাকলে সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারতেন না।
বুধবার (৩১ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ দাবী জানান।
তারা বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা ভার্চুয়াল সংবাদ সম্মেলন, মিটিং করেন। আর সাধারণ মানুষ জীবিকার তাগিদে বাসে চড়েন। দেশের এর ক্রান্তিকালে মরার উপর খাড়ার ঘা চাপিয়ে দেয়া করোনার চেয়ে নিষ্ঠুর সরকারের আচরণ। আমরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে পাশাপাশি সকল গণপরিবহনে ২ সপ্তাহের জন্য প্রনোদনা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন