দৈনিক বাঙ্গালীর কণ্ঠ সাহিত্য পুরস্কার ২০২০

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

সাহিত্য-সংস্কৃতি ও সমাজের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে 'দৈনিক বাঙ্গালীর কণ্ঠ সাহিত্য পুরস্কার ২০২০।

শুক্রবার ( ২ এপ্রিল) রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড ভোজনশালা রেস্টুরেন্ট ও দীপনপুর বুক ক্যাফে অডিটরিয়ামে দৈনিক বাঙ্গালীর কণ্ঠ সাহিত্য পুরস্কার ২০২০ অনুষ্ঠিত হয়। । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কবি জিয়াউল হক। 

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক বরেণ্য কবি রহিমা আক্তার কল্পনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ পরিচালক ড. শাহিন রেজা, দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক,  শফিউল আজম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচক ছিলেন বরেণ্য কবি আসলাম সানী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকার সম্পাদক কবি জায়েদ হোসাইন লাকী এবং সঞ্চালনায় ছিলেন আয়শা জাহান নূপুর, ফৌজিয়া ইসলাম তিষা ও নুরুন নাহার শ্রাবণী। 

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয় ৷ 

এবছর 'দৈনিক বাঙ্গালীর কণ্ঠ সাহিত্য পুরস্কার পেলেন ১৭ জন এবং সামাজিক উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ২ টি সংগঠনসহ মোট ১১ জন। 

যারা পুরস্কার পেলেন, ফারজানা করিম (সিনিয়ির সংবাদ পাঠক, ৭১ টিভি), অসীম কুমার ঘোস (সাংবাদিক, বিপণন প্রধান, জাগরণী টিভি), সৈয়দ নাজমুল হাসান (প্রধান নির্বাহী কর্মকর্তা, সোহরা টিভি), বি এম এরশাদ (প্রধান নির্বাহী কর্মকর্তা, এস.বি টিভি), মধুবন চক্রর্বতী (সংবাদ পাঠক, মিডিয়িা ব্যক্তত্বি, তারা বাংলা চ্যানলে, কলকাতা) , শাহানি রাজীব (যাদুশল্পিী), জামসেদ শামীম (অভিনেতা) , এলিনা শাম্মি ( অভিনেত্রী), সামিয়া রহমান লিসা (৫ বার জাতীয় পুরষ্কার প্রাপ্ত, আবৃত্ততিকার), এমনিন্সে (এনজিও), মুক্তমঞ্চ (সংগঠন), 

জামান ওয়াহিদ (কবি), শাফিয়া খন্দকার রেখা (শিশু সাহিত্যিক), স্বপন জয় চৌধুরী (কবি ও কথা সাহিত্যিক), মহিবুল আলম (কবি ও কথা সাহিত্যিক),  মাহবুবা হক রুমা (রম্য লেখক), ড. শামীম ্রফিক (গবেষণা), মির্জা গোলাম সরোয়ার পিপিএম (লেখক ও কলামস্টি), শারমনি জাকারিয়া (গল্পকার), সালাহউদ্দনি সালমান (কবি), সালমা সুলতানা (কবি ও কথা সাহিত্যিক), মানিক মনোয়ার (কবি), পরিনা পিএস (কবি), জাকারিয়া জাহাঙ্গীর (কবি), সালমা বেগ (কবি ও কথা সাহিত্যিক), ইমরান সালেহ শাওন (কবি), এস আই শিমুল (কবি), সেলিনা সেলি (প্রাবন্ধিক) প্রমুখ। 

এছাড়া, সম্মাননা পেলেন ২০ জন বরণ্যে ব্যক্তি, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি আসলাম সানী, কবি রহিমা আক্তার কল্পনা,  সিরাজুর রহমান, ড. শাহিন রেজা, ড. শাহাদাত হোসনে নিপু, ডাঃ শামীম তালুকদার, ড. শামস আলদীন, শরীফ শরীফুল, ফারজানা করিম, শফিউল আজম, মেহেদী হাসান শোয়েব, হজরত আলী, শিল্পী মাহমুদা, দীপাবলি দীপা, নাজিয়া নিগার, কানিজ ফাতেমা চৌধুরী, আয়শা জাহান নূপুর, ফৌজিয়া ইসলাম তিষা, নুসরাত পলি প্রমুখ। 

সেরা সংগঠক হিসেবে দৈনিক বাঙ্গালীর কণ্ঠ সাহিত্য পুরস্কার পেলেন ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকার সম্পাদক কবি জায়েদ হোসাইন লাকী। 

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন