এনামু হক আলম।।জিবি নিউজ ।।
মৌলভীবাজার সতোকান কারাতে স্কুলের আয়োজনে ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার সতোকান কারাতে স্কুলের কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় । গত ৩০ অক্টোবর ২০২০ইং তারিখে বাংলাদেশ কারাতে ফেডারেশন এর আয়োজনে ব্লাক বেল্ট ১ম ড্যান পরিক্ষায় মৌলভীবাজার সতোকান কারাতে স্কুলের কৃতী ছাত্রী শারমিন আক্তার চৌধুরি , মো: আল নূর হোসেন সিজান ও মো: আবু সাদেক ব্লাক বেল্ট ১ম ড্যান পরিক্ষায় সফলতার সাথে সফলতার সাথে উত্তীর্ন হন । মৌলভীবাজার সতোকান কারাতে স্কুলের মৌলভীবাজার ও শ্রীমঙ্গল শাখার ৪৬ জন ছাত্র ছাত্রীদের বেল্ট , ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় ।
শুক্র বার ২ এপ্রিল বিকাল ৩ ঘটিকায় মেমৗলভীবাজার সতোকান কারাতে স্কুলের প্রধান কার্যালয় ৬ , টিবি হাসপাতাল সড়ক পশ্চিম বষিজোড়া , মৌলভীবাজারে জগদীশ দাশ এর উপস্থাপনায় , প্রতিষ্টাতা ও প্রধান প্রশিক্ষক সেনসি মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ আহমদ , চেয়ারম্যান শাহা কাদেরিয়া লতিফিয়া প্রাইভেট লি:
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইনজীবি শাহ ফকরুল ইসলাম, জহির আহমদ তানিম ,
বকশী আক্তার উজ্জামান , আলাল খান , মো: আলী , নূসরাত আহমেদ , আবু তাহের চৌধুরি , মো: আওলাদ , জেসমিন আক্তার জুই , তাসলিমা আক্তার , নাজনীন সুলতানা চৌধুরি . মনোয়ার হোসেন , সুফিয়া বেগম সহ প্রমুখ ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন