মেডিকেল ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনেই হয়েছে: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

দেশের ৫৫টি ভেন্যুতে স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

শুক্রবার অধিদপ্তর থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ সারাদেশে ৫৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের দেওয়া স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হয়।

 

প্রত্যেক পরীক্ষার্থীসহ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার মাস্ক পরা বাধ্যতামূলক ছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও জানানো হয়, আজ এক লাখ ১৬ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

সুষ্ঠুভাবে এ পরীক্ষার আয়োজন করতে সহযোগিতা করায় জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকদের ধন্যবাদ জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন