ফের কঠোরভাবে লকডাউনে ইতালি

জিবিনিউজ 24 ডেস্ক //

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবারো তিন দিনের কঠোর লকডাউনে ইতালি। শনিবার (৩ এপ্রিল) সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

দেশটির সব অঞ্চলে এই মুহুর্তে সর্বোচ্চ মাত্রার কড়াকড়ি অর্থাৎ ‘রেড জোন’ জারি করা আছে। ইতালিতে চলমান তৃতীয় ঢেউ বা থার্ড ওয়েবে ইতিমধ্যে দৈনিক ২০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন।

 

দেশটিতে অপ্রয়োজনীয় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে ইস্টারে জনসাধারণ নিজ নিজ বাড়িতে দুইজন একসাথে খাওয়া-দাওয়া করতে পারবে।

এদিকে, প্রার্থনালয়গুলো খোলা থাকলেও পুন্যার্থীদের নিজ নিজ অঞ্চলে সেবা নিতে বলা হয়েছে। দ্বিতীয় বছরের মতো, পোপ ফ্রান্সিস জনমানব শুন্য সেন্ট পিটার্সবার্গে ইস্টার বার্তা দেবেন।

ইতালিতে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। ৩ কোটি ৬ লাখ ২৯ হাজার মানুষ প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন