জিবিনিউজ 24 ডেস্ক //
করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। তার শরীরে মৃদু উপসর্গ দেখা গেছে। আপাতত নিজের বাড়িতে আইসোলেশনে আছেন তিনি। বাড়ির অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের ফলাফল নেগেটিভ এসেছে। ভারতীয় গণমাধ্যমকে তথ্যগুলো জানিয়েছেন গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা। কয়েক দিন আগে তিনিও করোনা থেকে সুস্থ হয়েছেন।
সুনীতা বলেন, রোববার (৪ এপ্রিল) করোনা পরীক্ষা ফল হাতে পান গোবিন্দ। তাতে পজিটিভ এসেছে। বাড়ি থাকলেও চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন তিনি।
গোবিন্দর আগে করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। টুইট করে খবরটি জানিয়েছেন তিনি নিজেই। গোবিন্দর মতো অক্ষয়ও আইসোলেশনে আছেন। বাড়িতেই তার চিকিৎসা চলছে।
‘রাম সেতু’ সিনেমার শুটিং করছিলেন অক্ষয়। গত ৩০ মার্চ থেকে মুম্বাইয়ে এই সিনেমার শুটিং শুরু হয়েছে। এতে অক্ষয়ের বিপরীতে জ্যাকলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচা। করোনা বিধি মেনেই শুটিং চলছিল, তবুও রক্ষা পাননি অক্ষয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন