জিবিনিউজ 24 ডেস্ক //
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোকবার্তায় রাষ্ট্রপকি প্রয়াত আসলামুল হকের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান ৫৯ বছর বয়সী আসলামুল হক। পৃথক শোকবাণীতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার প্রয়াতের রুহের মাগফেরাত কামনা এবং তার পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডেুপটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি এবং প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরীও পৃথক শোক বার্তায় শোক জানিয়েছেন।
নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদে যান আসলামুল হক। একাদশ ও দ্বাদশ সংসদেরও এমপি ছিলেন তিনি। আসলামুল হকের জন্ম ১৯৬১ সালে। সংসদের তথ্য অনুযায়ী আসলামুল হক বিবিএ পড়ছিলেন। ব্যবসায়ী আসলামুল হকের প্রতিষ্ঠান মায়িশা গ্রুপ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন