জিবিনিউজ 24 ডেস্ক //
সিলেটে মাত্র ১৫ মিনিটের ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে সিলেট নগরীতে বয়ে যাওয়া ঝড়োহাওয়ায় বিদ্যুতের ৩৩ কেভি লাইনের আওতাধীন বিভিন্ন জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে । এরপর প্রায় চার ঘন্টা পেরিয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি সচল করা যায়নি। সিলেট নগরীর অর্ধলক্ষাধিক গ্রাহক বর্তমানে বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত রয়েছেন।
রবিবার সন্ধ্যা সোয়া ছয়টা থেকে ঝড়ো হাওয়ার স্থায়িত্ব ছিল মাত্র ১৫ মিনিট। ওই সময় থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন সিলেট নগরীর অধিকাংশ এলাকার গ্রাহক। খবর নিয়ে জানা যায়, বিদ্যুতের ৩৩ কেভি লাইনের কয়েক জায়গায় শর্ট সার্কিট হয়। যার ফলে ওই লাইনের আওতাভুক্ত বিভিন্নস্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ লাইন সচল হয়নি।
দীর্ঘ সময় বিদ্যুৎ বিছিন্ন থাকা জনসাধারণকে পড়তে হয়েছে বেশ বিপাকে। এক সপ্তাহের লকডাউনের আগের রাতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষোভ প্রকাশ করছেন নগরবাসী।
বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ সিলেট এর সংশ্লিষ্ট কর্মকর্তা সিলেটভিউকে জানান, রবিবার সন্ধ্যার দিকে বয়ে যাওয়া ঝড়োহাওয়ায় অনেক জায়গায় ত্রুটি দেখা দেয়। বিদ্যুৎ বিভাগের লোকজন এসব মেরামত করার কাজ চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে বেশি সময় লাগছে।
তিনি আরো উল্লেখ করেন, তারা যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে কখন পুরো নগরীতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে সেটি নিশ্চিত করতে পারেননি তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন