জিবি নিউজ ডেস্ক ।।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিগত কয়েক বছর ধরে একটি মহামারির আশঙ্কা জানিয়ে বারবার সতর্ক করা হলেও খুব কম দেশই বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর যথাযথ প্রস্তুতির অভাবেই করোনভাইরাস মহামারি মোকাবেলায় বহু দেশকে বেগ পেতে হচ্ছে।করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ধাপে এখন আবারও বহু দেশে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। ভাইরাস পরিবর্তিত হয়ে আরো ছোঁয়াচে হওয়ায় অনেক দেশ নতুন করে লকডাউনসহ কড়াকড়ি আরোপে বাধ্য হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান চলমান মহামারির মধ্যেই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এখন তিনি রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে গত ১ এপ্রিল হাসপাতালে ভর্তি হন হাবিব। যদিও নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে।
আশীষ চক্রবর্তী বলেন, ‘এসব ক্ষেত্রে অনেক সময় ফলস রিপোর্ট আসে। সেটি মাথায় রেখেই আমরা শুরু থেকে উনার চিকিৎসা দিচ্ছি। জ্বর ও কাশি আছে, শরীরও দুর্বল। তার ফুসফুস ৩০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমদিন আমরা স্পেশাল কেয়ার ইউনিটে রেখেছি। পরে দেখলাম তার অক্সিজেন লেভেল ঠিক আছে। একটু ভালোর দিকে যাচ্ছেন তিনি। তাই শুক্রবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।’
তিনি আরও জানান, হাবিব ওয়াহিদ এখন বেশ ভালো আছেন। দু-এক দিনের মধ্যে বাসায় ফেরার ছাড়পত্র পেতে পারেন। তবে এ বিষয়ে ওয়াহিদ পরিবারের থেকে কারও কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন