জিবিনিউজ 24 ডেস্ক //
টিকা নেওয়ার এক মাস পরে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেন হয়েছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া ও সলঙ্গা একাংশ) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে এমপি তানভীরের ব্যক্তিগত সহকারী এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৩১ মার্চ জাতীয় সংসদ করোনা বুথে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীকালে তার নমুনায় করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি ঢাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
এর আগে প্রায় এক মাস আগে এমপি তানভীর ইমাম করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন বলে জানান মীর আরিফুল ইসলাম উজ্জ্বল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন