জিবিনিউজ 24 ডেস্ক //
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে সপরিবারে করোনার টিকা নেন তিনি।
টিকা নেয়ার পর সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ। ভালো আছি। করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছি। এখন পর্যন্ত শারীরিকভাবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছি না। কৃতজ্ঞতা রইলো প্রধানমন্ত্রীর প্রতি। বৈশ্বিক মহামাীরতে তার দৃঢ়তা, সাহসিকতা এবং দূরদর্শিতায় করোনা মোকাবিলায় সবাইকে নিয়ে একত্রিত হয়ে কাজ করছেন আর বিশ্বের প্রথম দিকেই আমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন।
তিনি বলেন, নগরবাসীর কাছে অনুরোধ ভ্যাকসিন গ্রহণ করার সঙ্গে স্বাস্থ্যসুরক্ষা মেনে চলুন এবং নিজেকে ও নিজের পরিবারকে নিরাপদ রাখুন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন