সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
করোনার সংক্রমণ ঠেকাতে বিনামূল্যে মাস্ক বিতরন ও সচেতনতামূলক কার্যক্রম করেছে হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ।
আজ শুক্রবার (৯ এপ্রিল) রাজধানীর শান্তিনগর,কমলাপুর ও মতিঝিল এলাকায় জনগণের স্বাস্থ্য সচেতনতায় ফ্রি মাক্স বিতরণ করে হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ। হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম (আশিক) এর উদ্যোগে গণপরিবহন, ভ্যানগাড়ি চালক ও সাধারণ পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ কার্যক্রম চলে। এ সময় রাস্তায় চলাচলকারী জনতাকে করোনা ভাইরাস মোকাবেলার জন্য স্বাস্হ্যবিধি এবং সরকার যে সকল নির্দেশনা দিয়েছে তা মেনে চলার জন্য অনুরোধ করেন তারা।
ছাত্রলীগ নেতা আশিক বলেন, '‘করোনার তৃতীয় ঢেউ পার করছে বাংলাদেশ। বর্তমানে করোনার ভয়াবহতা ও সংক্রমণ বৃদ্ধি ও আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে মাস্ক পরার গুরুত্ব অপরিসীম। আমরা একটু সচেতন হলে করোনার ভয়াবহতা ও সংক্রমণ রোধ করতে সক্ষম হবো।''
তিনি আরো বলেন, ''আমাদের সকলকে সর্বোচ্চ স্বাস্হ্য সচেতন হতে হবে। হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ফ্রি মাস্ক বিতরণ ও স্বাস্হ্য সচেতনতামূলক কর্মসূচী অব্যহত থাকবে।’'
এসময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ফাহিম, কার্যকারী সদস্য নিলয় চৌধুরী ও আল-আমিন, ছাত্রনেতা শাওন মাহমুদ, আসলাম, রিফাত, রিয়াজ, সালাউদ্দিন, সাগর, মোকসেদুল,সজল ও মেহেদী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন