খ্যাতিমান কূটনৈতিক সাংবাদিক, সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডেইলি সানের সাবেক সম্পাদক, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ারের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
শনিবার (১০ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, হাসান শাহরিয়ারের ইন্তেকালে দেশের একজন মেরুদণ্ডসম্পন্ন ও মেধাবী সাংবাদিকতার অবসান হলো।
তারা বলেন, অকৃতদার এই সাংবাদিক একজন মেরুদন্ডী ও মেধাবী সাংবাদিক ছিলেন। ডেইলি সানের সম্পাদক থাকাকালীন তাঁকে না জানিয়ে দুই জন সাধারণ সাংবাদিককে চাকুরীচ্যুুত করায় তিনি সেদিন পদত্যাগ করেছিলেন। মালিকপক্ষ সেদিন বহু অনুনয়-বিনয় করেও তাঁকে আর রাখতে পারেনি সেথায়। দালালী-চাটুকারিতার বিপরীতে নীতিবান ও সাহসী সাংবাদিকতার এক জীবন্ত প্রতিচ্ছবি ছিলেন তিনি। তাঁর মতো সাংবাদিকের শূণ্যতা পূরন হতে সময়ের প্রয়োজন হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন