যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্রের যত্রযত্র ব্যবহার নিয়ন্ত্রণে নতুন নির্বাহী আদেশ জারি করলেন প্রেসিডেন্ট জো বাইডেন

-মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্রের যত্রযত্র ব্যবহার নিয়ন্ত্রণে নতুন নির্বাহী আদেশ জারি করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮ এপ্রিল বৃহস্পতিবার হোয়াইট হাউসের সংবাদ বিবৃতিতে জানান, লাগাম টানা হবে দেশে উৎপাদিত ‘ঘোস্ট গান’ ক্রয়বিক্রয়ের। আজ ৯ এপ্রিল শুক্রবার এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
 প্রেসিডেন্ট বাইডেন জানান, দেশে আগ্নেয়াস্ত্র সহিংসতা এমন মাত্রায় গেছে যা মহামারিকেও হার মানায়। এটি বিশ্ব পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক।
 জারিকৃত নির্বাহী আদেশ অনুসারে, তথাকথিত আগ্নেয়াস্ত্র কমাতে কি উদ্যোগ গ্রহণ করা সম্ভব সেই পরিকল্পনা প্রণয়নে বিচার বিভাগকে ৩০ দিন সময় দেয়া হয়েছে। এরমধ্যে, ঘরোয়া পদ্ধতিতে বানানো অস্ত্রের তালিকা তৈরি করতে হবে।
 ‘ঘোস্ট গান’ হিসেবে পরিচিত অস্ত্রগুলোর সবচেয়ে বড় সুবিধা- তাতে কোন সিরিয়াল নম্বর থাকে না। ক্রয়বিক্রয়ের জন্য প্রয়োজন পরে না লাইসেন্সের। যারফলে, ব্যবহারকারীকে শনাক্ত করা দুরহ। অপরাধের ক্ষেত্রে এ অস্ত্রগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কংগ্রেসে আগ্নেয়াস্ত্র বিধিমালা বহুমুখী সংকট পড়বে, এ কারণেই নির্বাহী আদেশ জারি করলেন প্রেসিডেন্ট।
 সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে সহিংসতা বহুলাংশে বেড়ে গেছে। গত এক মাসে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছে, যেখানে বন্দুকধারীর হামলায় অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এবার টেক্সাস অঙ্গরাজ্যের ব্রায়ানের একটি শিল্প উদ্যান এলাকায় এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও ছয়জন গুরুত্বর আহত হয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন