রুবেল আহমেদ || মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ- আশার আলো মৌলভীবাজার হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে (২৮ আগস্ট) শুক্রবার সকালে জেলার ৩০টি শিশুদের সুন্নতে খাৎনা অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল রোডস্থ বেড়িরপাড় মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায়।
সংগঠনের সহ-সভাপতি জগলুল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা.তওহীদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহ অধ্যক্ষ ডা.চৌধুরী সাজ্জাদ হায়দার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের উপদেষ্টা ও সম্মিলিত সামাজিক উন্নয়নের সভাপতি খালেদ চৌধুরী, মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের এম.ডি মজনু মিয়া, চেয়ারম্যান জাকির হোসেন।
আরো উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন কামাল আহমদ, ফয়ছল আহমদ, ইকবাল আহমদ, গ্রুপের সদস্য আলমাছ মিয়া, পাবেল আহমদ, জিল্লুল বখশ, তারেকুল ইসলাম প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানের সভাপতি জগলুল আহমদ বলেন আমাদের এই গ্রপটি ২০১৭ সালে ক্রিয়েট করে বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছি, তার মধ্যে অন্যতম হলো মৌলভীবাজারে জেলা কারাগারে আমাদের এই গ্রুপের পক্ষ থেকে দেশ ও প্রবাসীদের অর্থায়নে ৫০০ টি লুঙ্গি ও ১০০ টি গামছা বিতরণ করেছি।মহামারী করোনা ভাইরাসের সময়েও আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে আর আজকে আমরা মৌলভীবাজার জেলার বিভিন্ন গ্রাম থেকে হতদরিদ্র পরিবারের বাচ্চাদের নিয়ে এসে সুন্নতে খাৎনা করিয়ে দিচ্ছি।
তিনি আরো বলেন আমাদের এই কার্যক্রম প্রতি বছর চলতে থাকবে।আপনারা সবাই আমাদের সংগঠনের সকল সদস্য বৃন্দের জন্য দোয়া করবেন যাতে করে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন