জিবিনিউজ 24 ডেস্ক //
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে যে আলোচনা চলছে তাতে এ পর্যন্ত ইতিবাচক কোনো ফলাফল আসেনি।
বৈঠকে যোগ দেয়া ইরানের শীর্ষ আলোচক ও অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি একথা জানিয়েছেন। তিনি বলেন, ইরানের ওপর থেকে কীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তা নিয়ে এখনো কোনো সমঝোতা হয়নি।
শুক্রবার চতুর্থ দিনের মতো ভিয়েনায় চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের আলোচনা হয়। কিন্তু এখনো পরমাণু সমঝোতার ভাগ্য অনিশ্চিত অবস্থায় আছে।
২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে বের হয়ে গেলে তার ভাগ্য অনিশ্চিত হয়ে ওঠে। তবে, বরাবরের মতো ইউরোপীয় মিত্ররা অন্ধভাবে আমেরিকাকে অনুসরণ করে সমঝোতা থেকে বরে হয়ে যায় নি বরং চীন ও রাশিয়ার সঙ্গে মিলে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সমঝোতাকে বাঁচানোর চেষ্টা করে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর তিনি পরমাণু সমঝোতায় ফেরার আগ্রহ ব্যক্ত করেন। তবে ইরান বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত আমেরিকা পরমাণু সমঝোতার অংশ হতে পারবে না। ফলে ভিয়েনা বৈঠকে মার্কিন কোনো আলোচক যোগ দিতে পারছেন না। ভিয়েনা বৈঠকের ফলাফল নিয়ে পরে ইউরেপাীয় মিত্ররা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন