জিবিনিউজ 24 ডেস্ক //
ঢাকার কেরানীগঞ্জে হাসপাতালে নেয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করতে করতে রাস্তায় এক রোগী মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুবিদ পাল (৪৫) নবাবগঞ্জ থানার নোওয়াগদা গ্রামের হরিনারায় পালের ছেলে।
নিহতের স্ত্রী দিপালী পাল জানান, তাদের বাড়ি নবাবগঞ্জ থানার নোওয়াগদা গ্রামে। গত কয়েক দিন ধরে তার স্বামী সুবিদ বুকে ব্যথায় ভুগছিলেন। শনিবার সকালে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে সকাল ১০টার দিকে নবাবগঞ্জ থেকে সিএনজি যোগে কেরানীগঞ্জের কদমতলী আসেন। এরপর দুপুর ১২টা থেকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। গাড়ি না পেয়ে একপর্যায়ে তার স্বামী মারা যান।
দিপালীর অভিযোগ, কোনো গাড়ি না পাওয়ায় বিনা চিকিৎসায় তার স্বামীর রাস্তায় মৃত্যু হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন