সিলেটে ৯৯৯-এ কল পেয়ে ভারতীয় পণ্য জব্দ, আটক ১

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

সিলেটে আবার ধরা পড়েছে ভারতীয় অবৈধ পণ্য। আজ রোববার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় নগরীর সওদাগরটুলা থেকে এসব পণ্য জব্দ করে সিলেট মহানগর পুলিশের সুবহানীঘাট ফাঁড়ির সদস্যরা।

এসময় মো. আব্দুল্লাহ (২৬) নামের একজনকে আটক করে পুলিশ। তিনি সিলেটের জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার হায়দরপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।  

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা এক ক্ষুদেবার্তায় জানায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে ৯৯৯ নাম্বারযোগে খবর পেয়ে কোতোয়ালি থানার নির্দেশে সুবহানীঘাট পুলিশ ফাঁড়ির আইসি এসআই মো. জহিরুল ইসলাম রাত্রিকালীন ডিউটি টিমের অফিসার ও ফোর্সের সহযোগিতায় নগরীর সওদাগরটুলা খেলার মাঠের পাশ থেকে সিএনজি অটোরিকশায় (নং সিলেট থ- ১১- ২৪৪০) তল্লাশি চোরাচালানকৃত অবৈধ ভারতীয় পণ্য জুতা, মেহেদী অন্যান্য অবৈধ সামগ্রী উদ্ধার করেন।

এসময় মো. আব্দুল্লাহ নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। জব্দকৃত মালামাল ও আটক আবদুল্লাহর বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন