লন্ডন মেয়র নির্বাচনে সাদিক খানের ইশতেহার

জিবিনিউজ 24 ডেস্ক //

লন্ডনের মেয়র সাদিক খান ৬ এপ্রিল তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করে লন্ডনবাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন, ৬ মে তিনি পুনরায় নির্বাচিত হলে তাঁর মনোযোগ থাকবে চাকুরী সৃষ্টির দিকে। বিষয়টির ওপর জোর দিতে তিনি “চাকুরী, চাকুরি, চাকুরি” – এভাবে তিনবার উচ্চারণ করেছেন। পরিবেশ-বান্ধব ১ লক্ষ ৭০ হাজার নতুন চাকুরী সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সাদিক খান ৩২ মিলিয়ন পাউন্ডের একটি “গুড ওয়ার্ক ফান্ড” তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন যা লন্ডনবাসীদের জন্য নতুন চাকরি এবং দক্ষতা কেন্দ্র তৈরিতে ব্যয় করা হবে। এটি কোভিড -১৯ এর অর্থনৈতিক প্রভাব থেকে রাজধানীকে উদ্ধার করতে যে ৫৪৪ মিলিয়ন পাউন্ডের প্যাকেজ গঠন করা হয়েছে, তারই অংশ।

মিঃ খান বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে রাজধানী লন্ডনে ঘর ভাড়া নির্ধারণে একটা উচ্চ সীমা তিনি বেঁধে দেবেন। যদিও এই নীতিমালা প্রণয়নের এখতিয়ার লন্ডন মেয়র অফিসের নেই, কেন্দ্রীয় সরকার এই আইন প্রণয়ন করতে পারে।
সরকারের কাছ থেকে আরও আর্থিক সহায়তা না পেলে টিএফএল এর আর্থিক সামর্থ্য ফিরিয়ে আনতে কনজেশন চার্জ বৃদ্ধি করা হতে পারে বলেও জানিয়েছেন সাদিক খান।

মিঃ খান বিজয়ী হলে গাঁজা সেবন, বিক্রি এবং বহন করাকে অপরাধের আওাতামুক্ত করার প্রভাব তদন্তের জন্য একটি নতুন কমিশন গঠন করবেন।
মাদক সংক্রান্ত এই নীতি প্রণয়নও সিটি হলের এখতিয়ারে নেই; এটিও কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অধীনে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন