জিবিনিউজ 24 ডেস্ক //
ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৫২ হাজার ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে একদিনে এত মানুষের করোনা শনাক্ত আগে কখনো হয়নি। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫ জনের করোনা শনাক্ত হলো। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৮৩৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মারা গেছেন ১ লাখ ৬৯ হাজার ২৭৫ জন।
করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান তৃতীয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ব্রাজিল দ্বিতীয়।
ভারতে গত ৫ দিন ধরে ২৪ ঘণ্টায় ১ লাখের বেশি করে করোনা রোগী শনাক্ত হচ্ছে।
গতকাল দেশটিতে ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। সেই হিসেবে সবশেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্তের পরিমাণ ৫ শতাংশ বেড়েছে।
সবশেষ ২৪ ঘণ্টায় যে পরিমাণ রোগী শনাক্ত হয়েছে, তাতে পাঁচটি রাজ্যের ভূমিকাই সবচেয়ে বেশি। রাজ্যগুলো হলো—মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক, উত্তর প্রদেশ ও কেরালা। মোট শনাক্তের ৭২ দশমিক ২৩ শতাংশ এসেছে এই পাঁচ রাজ্য থেকে।
অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব, গুজরাট প্রভৃতি রাজ্যের করোনা পরিস্থিতিও খারাপ।
পরিস্থিতি সামাল দিতে মহারাষ্ট্র রাজ্য সরকার লকডাউন দিতে পারে।
রাজধানী নয়াদিল্লির পরিস্থিতিও অবনতিশীল। দিল্লি সরকার শনিবারই নানা বিধিনিষেধ ঘোষণা করেছে। নয়াদিল্লিতে মঙ্গলবার থেকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই কারফিউ চলবে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।
করোনায় সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় হাসপাতালে শয্যার সংকট দেখা দিয়েছে।
দেশটির কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ভারতে করোনা সংক্রমণের ক্ষেত্রে আগামী কয়েক সপ্তাহ হবে খুবই আশঙ্কাজনক সময়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন