সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
দেশব্যাপী করোনার ৩য় ঢেউয়ে সংক্রমণের হার উর্ধমুখী রোধকল্পে বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ঢাকা ডেন্টাল কলেজ শাখা ছাত্রলীগ।
আজ সোমবার (১২ এপ্রিল) রাজধানীর মিরপুর ১৪, ভাষানটেক এলাকায় ঢাকা ডেন্টাল কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মোঃ আহসান হাবীব ইরফানের উদ্যোগে সাধারণ পথচারী, রিকশাচালক ও ভ্রাম্যমাণ বিক্রেতাগণের মাঝে এ মাস্ক বিতরণ কার্যক্রম চলে। এ সময় নিজের এবং পরিবারের সুস্থতা বজায় রাখতে স্বাস্থ্যবিধি ও সরকার প্রদত্ত নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন তারা।
ছাত্রলীগ সদস্য ইরফান বলেন, "করোনা মহামারীর ৩য় ঢেউয়ে অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সংক্রমণ ও মৃত্যুহার হু হু করে বাড়ছে। এমন পরিস্থিতিতে সকলের মাস্ক পড়া এবং অপরকে অনুপ্রাণিত করা অপরিহার্য। নিজে ও পরিবারের সদস্যগণ এবং সর্বোপরি আমাদের আশেপাশের মানুষজনকে হয়তো আমরা সংক্রমণ থেকে রক্ষা করতে পারবো।"
তিনি আরো বলেন, "আমাদের এই বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রলীগের সদস্য ইয়ামীন আব্দুল্লাহ, তানভীর আহমেদ, অনিক ঘোষ ও মিরাজ আহমেদ প্রমৃখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন