জিবিনিউজ 24 ডেস্ক //
কিংবদন্তি অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন৷
দীর্ঘদিন অচেতন ছিলেন বরেণ্য এই অভিনেতা। এখন চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন এবং তার এমআরআই রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।
সবার কাছে দোয়া চেয়ে ফারহানা পাঠান বলেন, ‘আলহামদুলিল্লাহ, উনার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। এমআরআই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট ভালো এসেছে। আল্লাহর রহমতে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। সবাই দোয়া করবেন।’
টিবি রোগে আক্রান্ত নায়ক ফারুক নিয়মিত চেকআপের জন্য গত ৪ মার্চ সিঙ্গাপুর গিয়েছেন। ১৩ মার্চ কিছু টেস্টে তার টিবি ইনফেকশন ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। গত বছরের নভেম্বরে করোনায় আক্রান্ত হন তিনি। সেখান থেকে সুস্থ হয়ে বেশ ভালোই ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন