যুক্তরাজ্য ও বাংলাদেশ সরকারের প্রতি কামাল এয়ার সার্ভিসের কৃতজ্ঞতা

জিবিনিউজ 24 ডেস্ক //

করোনা মহামারির ভয়াবহ সময়ে রোববার (৮ এপ্রিল) বাংলাদেশ-লন্ডন বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য যুক্তরাজ্য ও বাংলাদেশ সরকারের প্রতি কামাল এয়ার সার্ভিসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।  

এ উপলক্ষ্যে রোববার সিলেট নগরীর আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারে এক সভার আয়োজন করা হয়। দুপুর ১টায় অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, এই ক্রান্তিলগ্নে বাংলাদেশে আটকা পড়া যুক্তরাজ্য প্রবাসী, পর্যটক ও শিক্ষার্থীদের বিশেষ সুযোগ করে দিয়ে ৮ এপ্রিল বাংলাদেশ বিমানের যে ফ্লাইট পরিচালনা করা হয়েছে সেজন্য আমাদের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে অশেষ ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের মাননীয় পরাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী এবং বিমান কর্তৃপক্ষের প্রতি। যাদের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় স্বল্প সময়ের নোটিশে ও ব্যবস্থাপনায় বিশেষ এ ফ্লাইটটি বাংলাদেশ থেকে প্রায় ৪শ যাত্রী নিয়ে যুক্তরাজ্যে যেতে পেরছে।  

কামাল এয়ার সার্ভিসের পরিচালক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সিবিএ নেতা মিজানুর রহমান শিশির, আফজল মিয়া, বিমান এয়ারলাইন্সের স্টাফ আলী আহমদ, জুয়েল আহমদ, আম্বরখানা বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলজার আহমাদ, বোরহান উদ্দিন, আপ্তাব উদ্দিন, সেলিম আহমদ ও রেদওয়ান আহমদ প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন