কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় শহর পুলিশ প্রধানের পদত্যাগ

   জিবিনিউজ 24 ডেস্ক //

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক ডোন্টে রাইটের মৃত্যুর জেরে ব্রুকলিন সেন্টারের পুলিশ প্রধান টিম গ্যানন এবং অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা কিম পোটার পদত্যাগ করেছেন। খবর বিবিসি।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রুকলিন সেন্টারের মেয়র মাইক ইলিয়ট।

 

অভিযুক্ত ওই নারী পুলিশ কর্মকর্তা কিম পোটার বলেছেন, ভুলক্রমে টেজারের বদলে গুলি চালানোর কারণে ওই গাড়িতে থাকা ডোন্টে রাইটের মৃত্যু হয়েছে।

এর আগে, ২০২০ সালে এই মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শৌভিনের নির্যাতনের মুখে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়েছিল। ফ্লয়েডের হত্যা মামলায় ওই পুলিশ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের আদালতে এখন বিচারের মুখোমুখি রয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ফ্লয়েডের মৃত্যুস্থল থেকে মাত্র ১৬ কিলোমিটারের মধ্যেই ডোন্টে রাইটকেও পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছে।

এদিকে, ১১ এপ্রিল ডোন্টে রাইট হত্যাকাণ্ডের পর থেকেই ব্রুকলিন সেন্টার, মিনিয়াপোলিসসহ সমগ্র মিনেসোটা অঙ্গরাজ্যে বিক্ষুব্ধদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে পুলিশ কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করেছে।

কিন্তু, তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এই পর্যায়ে ব্রুকলিনের পুলিশ প্রধান এবং অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা পদত্যাগ করলেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন