মোঃ ফাহাদ আহমদঃ
আমাদের সমাজের মানুষের নিকট বেকারত্বের অপর আরেক নাম “অভিশাপ”। বেকার জীবন মানেই যন্ত্রণা আর বিরক্তি। একজীবনে আপনি যে, সবসময় দুঃখ পাবেন এমনও নয়। রাতের শেষে যেমন দিনের শুরু, তেমনি জীবনে দুঃখের পরে সুখ আসে এটাই বাস্তবতা। অর্থাৎ দুনিয়াটা একে অপরের পরিপূরক। কোনো একটা ক্ষেত্রে সুখ আসবেই। তবে সেই সুখের সাথে একটা না পাওয়ার যন্ত্রণা লেগেই থাকবে সারাজীবন। এমনই একটা না পাওয়ার যন্ত্রণার অন্যতম মাধ্যম হচ্ছে প্রেম-ভালোবাসা। এটা চিরন্তন সত্য মানুষের জীবনে প্রেম-ভালোবাসা একবারের জন্য হলেও আসে। এই ভালোবাসার জন্য মানুষ কিনা করতেই পারে। আবেগে বশিভূত হয়ে ভালোবাসার মানুষের জন্য অনেকেই আত্মহত্যার পথও বেচে নেয়। তবে যারা আত্মহত্যা মহাপাপ বলে মেনে নেয়, যাদের মনুষ্যত্ব বিবেকবোধ পাপের ফলশ্রæতির মানে বোঝে তারা অনেকেই ধুকতে ধুকতে জীবনটাকে নরকে পরিনত করে দেয়া ছাড়া কিছুই করতে পারেনা। এদের মধ্যে একশ্রেণির মানুষ হলো বেকার প্রেমিক। যাদের নিকট প্রেম স্বর্গের সুখের মতো আসে আবার জানালা দিয়ে পালিয়ে গিয়ে নরকের যন্ত্রণায় ধাবিত করে। বর্তমান প্রেক্ষাপটে জীবনে প্রেম-ভালোবাসার মানেই হচ্ছে আবেগে বশিভূত হয়ে নিজেকে কষ্টের রাজ্যে বিলিয়ে দেওয়া। কারণ এখন অর্থ আর প্রাচুর্যের নিকট জাগ্রত বিবেক হারিয়ে গিয়েছে। আমাদের সমাজের মানুষের মধ্যে এখন টাকাই হচ্ছে সুখের অন্যতম মাধ্যম। টাকা আছে, ক্যারিয়ার আছে, তখন আপনার পাশে অনেকেই দেখতে পাবেন রয়েছে। অন্যতায় নিজের পায়ের নিচের মাটি শক্ত না থাকলে রাস্তার ভিখারির ন্যায় আপনার মূল্য হয়ে যাবে। এতে মুহূর্তেই চারপাশ অন্ধকারে মনে হবে। তখন দেখতে পাবেন যাকে পাশে রেখে সবসময় আপনি সাপোর্ট দিয়ে আসছেন সে-ও আপনার থেক দূরে সরে যেতে চাচ্ছে। এসময় নিজেকে অসহায় মানুষের ন্যায় মনে হওয়াটা স্বাভাবিক বলে বিবেচিত হবে। সত্যিকার অর্থে আমাদের সমাজের মানুষ এখন প্রাচুর্য, অংহকার আর অর্থের নিকট মানবতা, নীতি, নৈতিকতা হারিয়ে ফেলছে। এতে করে হাজারো বেকারের লালিত কয়েক বছরের ভালোবাসা এক নিমিষেই শেষ করে দেয়া ছাড়া কিছুই করার নেই। বেকারত্বের ফলশ্রতিতে এসময়ে একটা মানুষকেও পাশে পাবেন না। তখন দেখবেন যার জন্য নিজের আত্মসম্মানবোধ হারিয়েছেন সেই মানুষটাও আপনাকে বিরক্তির কারণ ভেবে অন্যকারো সাথে দূরে হারিয়ে যাবে। হ্যাঁ বেকারত্বের নিকট এমন পাওয়াটাই কাম্য। পরিশেষে বলতে চাই, একটা সম্পর্ক শুরুর আগে প্রথমে ক্যারিয়ার গড়া উচিত। মনে রাখবেন নিজের পায়ের নিচের মাটি যতবেশি শক্তিশালী আপনি ততো বেশি সক্রিয়। সুসময়ে অমুক ভাই, তমুক ভাই অনেকেই পাবেন, কিন্তু আপনার খারাপ সময়ে পাশে থেকে সাপোর্ট দেওয়ার কেউই পাবেন না।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন