এস এম ফজলুঃ
কঠোর লকডাউন মানতে মৌলভীবাজার জেলা প্রশাসন ব্যপক প্রচারণ শুরু করেছে। বুধবার ১৪ এপ্রিল দূপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে জেলা শহর সহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, সহকারি ভূমি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগন কয়েকটি গ্রপে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তারা অপ্রয়োজনীয় যানবাহন, দোকানপাট ও বাহিরে চলাচলকারি মানুষদের সতর্ককরে দেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে র্যাব ও পুলিশ। এ সময় সরকারের বেঁধে দেয়া নিষেধাজ্ঞা মেনে চলার জন্য মাইকিং করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন