বাইডেনের আফগান নীতি নিয়ে ভারতের ‘অস্বস্তি’

  জিবিনিউজ 24 ডেস্ক //

আফগানিস্তান থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই সিদ্ধান্তে ভারতের চিন্তা বাড়ছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ভারতের যুক্তি, আফগানিস্তান আবার তালেবানদের নিয়ন্ত্রণে যেতে পারে এবং সে ক্ষেত্রে লাভবান হতে পারে পাকিস্তান।

\

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। তার পরেই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে আফগানিস্তানে সামরিক অভিযানে যায় যুক্তরাষ্ট্র। সেই ঘটনার ২০ বছর অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করছেন প্রেসিডেন্ট বাইডেন। এই মাসের ২৪ তারিখ থেকে শুরু হচ্ছে আফগানিস্তানে শান্তি ফেরানো সংক্রান্ত আলোচনা, ইস্তানবুল কনফারেন্স। আয়োজক তুরস্ক।

সেখানে যোগ দেবে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স-সহ বিশটি প্রভাবশালী দেশ।

আনন্দবাজার এবং টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বাইডেন সরকারের নতুন কাবুল নীতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ইতিমধ্যে দু দফা কথা হয়েছে আমেরিকার প্রতিনিধিদের। প্রথমে সে দেশের আফগানিস্তান সংক্রান্ত বিশেষ দূত জালমেই খলিলজাদ এবং তার পর আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন-এর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে তার।

কাবুল সমস্যার আশু সমাধান যে বাইডেন চাইছেন, সে ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত ওয়াশিংটন থেকে তখনই পাওয়া গিয়েছিল।

ভারতীয় কর্মকর্তারা মনে করছেন, তালেবান নেতৃত্বের সহিংসতা কমানোর প্রতিশ্রুতি যতক্ষণ না বাস্তবে দেখা যাচ্ছে, সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করাই বিবেচকের কাজ হবে। ফলে বাইডেনের সেনা সরানোর নীতি ভারতের জন্য স্বস্তিজনক নয়।

পাশাপাশি আফগান শান্তি প্রক্রিয়ায় তুরস্ককে সামিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে ঘোর আপত্তি রয়েছে ভারতের।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন