আবারো উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার স্টোকস

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

২০২০ সালে বিরাট কোহলির টানা তিন বছরের আধিপত্য থামিয়েছিলেন বেন স্টোকস। হয়েছিলেন উইজডেনের বর্ষসেরা লিডিং ক্রিকেটার। ২০২১ সালেও এই সম্মান ধরে রাখলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) প্রকাশিত উইজডেন অ্যালমানাকের এ বছরও লিডিং ক্রিকেটার নির্বাচিত হন স্টকস। এক বর্ষপঞ্জিকায় স্টোকস ৫৮.২৭ গড়ে করেছেন ৬৪১ টেস্ট রান, যা অন্য যে কারও চেয়ে বেশি। আর বল হাতে ১৮.৭৩ গড়ে নিয়েছেন মোট ১৯ উইকেট।

 

২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডে শিরোপা জেতানোর পেছনে বড় অবদান ছিল স্টোকসের। এছাড়া তার বীরত্বেই অ্যাশেজে হেডিংলি টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইংলিশরা। এই দুটির সুবাদেই গত বছর নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০৫ সালে অ্যান্ড্রু ফ্লিনটফের পর প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে ওই খেতাব অর্জন করেছিলেন স্টোকস।উইজডেনের সম্পাদক লরেন্স বুথ বলেছেন, 'প্রথম ইংল্যান্ড খেলোয়াড় হিসেবে একাধিকবার উইজডেনের লিডিং ক্রিকেটার হলেন বেন স্টোকস।

২০২০ সালের খেতাবটি ধরে রেখেছেন তিনি। ডিসেম্বরে ৬৫ বছর বয়সী বাবা জেডের মৃত্যুর মতো ব্যক্তিগত ট্র্যাজেডি মোকাবিলা করে তিনি এসব করেছেন' আরও যোগ করেন তিনি। কেন্টের ক্রিকেটার ড্যারেন স্টিভেন্স উইজডেনের পাঁচ বর্ষসেরা ক্রিকেটারের একজন নির্বাচিত হয়েছেন। বব উইলিস ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স করে চতুর্থ বয়স্ক খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন। বর্তমানে এই অলরাউন্ডারের বয়স ৪৪।

আগের ইংলিশ মৌসুমে প্রভাব ফেলা বা দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এই তালিকায় নাম ওঠে ক্রিকেটারদের। তবে শুধু একবারই। স্টিভেন্সের সঙ্গে অন্য চার বর্ষসেরা ক্রিকেটার হলেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার, পাকিস্তানি উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও ইংল্যান্ডের দুই নতুন টপ অর্ডার ব্যাটসম্যান ডম সিবলি ও জ্যাক ক্রলি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন