চট্টগ্রামে বেপরোয়া হুইপপুত্র

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

যেখানেই অপরাধ-অপকর্ম, সেখানেই উঠে আসে হুইপপুত্র শারুনের নাম। মাদক, জুয়া থেকে শুরু করে সব ধরনের অপরাধে তার সক্রিয় অংশগ্রহণ ছিল অল্প বয়সেই। পরে বাবার প্রশ্রয়ে দিন দিনই শারুন হয়ে উঠেছেন বেপরোয়া। এখন চাঁদাবাজি, দখলবাজি, হামলা চালানো, এমনকি প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়াও তার নিত্য অপকর্ম হয়ে দাঁড়িয়েছে।

নানা বিতর্কিত কর্মকান্ডে অল্প বয়সেই তিনি এসেছেন গণমাধ্যমে আলোচনায়। একসময়ের বিএনপি-জাতীয় পার্টির নেতা ও আওয়ামী লীগের মনোনয়নে এমপি বাবা শামসুল হক চৌধুরী সরকারদলীয় হুইপ হওয়ার পর থেকেই বেপরোয়া দাপুটে হয়ে ওঠেন শারুন। ক্ষমতার দাপট দেখিয়ে দলের সিনিয়র নেতাদেরও বিন্দুমাত্র পাত্তা দেন না তিনি।

 

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল হক চৌধুরী শারুন নিজের সামনে দামি মদের বোতল ছড়িয়ে রেখে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন। একে-৪৭ রাইফেল দিয়ে গুলিবর্ষণ করার ভিডিওতেও দেখা গেছে তাকে। এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। করোনাভাইরাসের প্রকোপের আগে দেশজুড়ে জুয়া, ক্যাসিনো বন্ধে শুরু হওয়া অভিযান সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দেন শারুনের বাবা শামসুল হক চৌধুরী। তার বিরুদ্ধে আবাহনী ক্লাবে জুয়ার আসর বসিয়ে ১৮০ কোটি টাকা আয়ের অভিযোগ তোলেন এক পুলিশ কর্মকর্তা। এ কারণে তাকে অদৃশ্য শক্তির চাপে বরখাস্ত করা হয়। বাবার পক্ষ নিয়ে এ খবরও দাম্ভিকতার সঙ্গে প্রচার করতে দেখা গেছে শারুনকে। হুইপবিরোধী জনমত ঠেকাতে ওই সময় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ও পটিয়ার কতিপয় নেতা-কর্মী নিয়ে শোডাউন পর্যন্ত দেন শামসুল ও শারুন। নিজের ও ছেলের কান্ডে বারবারই বিতর্কের মুখে পড়েছেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। দলের গুরুত্বপূর্ণ পদে থেকে তার ও ছেলের এ ঔদ্ধত্যপূর্ণ আচরণে ক্ষুব্ধ দলের নেতারাও। আওয়ামী লীগে হুইপ সামশুল হক চৌধুরীর অবস্থান পাকাপোক্ত হতেই ছেলে শারুন তাদের নিকটাত্মীয় ও ঘনিষ্ঠদের নিয়ে পটিয়ায় গড়ে তোলেন একচ্ছত্র আধিপত্য। পটিয়ার ভূমি দখল, থানা-কোর্ট, ভূমি অফিস, টেন্ডার নিয়ন্ত্রণ, শিল্পজোনের নিয়ন্ত্রণ- সবখানেই শারুন সিন্ডিকেটের দাপুটে বিচরণের অভিযোগ রয়েছে। কৈশোরই বিতর্কে জড়ান হুইপপুত্র নাজমুল হক চৌধুরী শারুন। খেলোয়াড় সেজে আবাহনীর হয়ে বাবার আদম পাচারে সংযুক্তি নিয়ে শুরুতেই হয় সমালোচনা। এরপর এলাকায় অপপ্রভাব, কখনো বাবার ক্যাসিনোকান্ডে বিতর্কের মধ্যেও সহযোগী হিসেবে প্রকাশ, প্রকাশ্যে একে-৪৭ উঁচিয়ে মহড়ার প্রকাশ ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ। গোপন আখড়ায় আকণ্ঠ ডুবে থাকার ছবি ভাইরাল হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। এর মধ্যে বাবার বয়সী ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সেলিম নবীকে হুমকি এবং বাবার চেয়েও বেশি বয়সী মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর স্নেহধন্য আওয়ামী লীগ নেতা দিদারুল আলম চৌধুরীকে ‘থাপ্পড় মেরে দাঁত ফেলে দেওয়ার হুমকি’ বিতর্কে ব্যাপক সমালোচনার মুখে পড়েন শারুন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন