লন্ডন হাই কমিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের ৫০তম বার্ষিকী পালিত

gbn

জিবি নিউজ লন্ডন, ১৭ এপ্রিল ২০২১ ||
লন্ডন হাই কমিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের ৫০তম বার্ষিকী পালিত
বাংলাদেশ হাই কমিশন, লন্ডন আজ যথাযথ মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে ঐতিহাসিক মুজিবনগর দিবসের ৫০তম বার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে আয়োজিত এক বিশেষ স্মারক অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ, রাজনীতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমান, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টনে এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামান,  মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম, এ, জি ওসমানী এবং মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ বীরাঙ্গনাসহ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ, বঙ্গবন্ধুর একান্ত সচিব ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, “মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অবদান বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা হয়ে থাকবে।” তিনি মুজিবনগরে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার মত একটি ‘লিবার্টি বেল’ (স্বাধীনতার ঘন্টা) স্থাপন ও সেখানে প্রতি বছর এপ্রিল মাসে মন্ত্রিসভার একটি প্রতীকী বৈঠক অনুষ্ঠান করার প্রস্তাব করেন। এছাড়া তিনি মুজিবনগরে অবস্থিত বর্তমান যাদুঘরটি আরো সমৃদ্ধ করাসহ টুঙ্গিপাড়ায় জাতির পিতার ওপর এবং মুজিবনগরে মুজিবনগর সরকারের ওপর দুটি আলাদা গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব করেন।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম তাঁর স্বাগত বক্তব্যে মুজিববর্ষের মুজিবনগর দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য স্বীকারকারী সামরিক, আধা-সামরিক, কূটনৈতিক ও জনপ্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন স্তরের মানুষের অবদানের কথা উল্লেখ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
মুজিবনগর সরকার গঠনের পটভূমি ও ভূকৌশলগত তাৎপর্য তুলে ধরে হাই কমিশনার বলেন, “ বঙ্গবন্ধুর নেতৃতে ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মুজিবনগর সরকার আমাদের স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষে আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন আদায়, শরণার্থীদের ব্যবস্থাপনা ও মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।” 
হাই কমিশনার তাসনীম ভারত, ভূটান, রাশিয়া ও যুক্তরাজ্যসহ মুজিবনগর সরকারের ও মুক্তিযুদ্ধের বন্ধুপ্রতিম বন্ধুরাষ্ট্রগুলোর অসামান্য সহযোগিতার কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও সমৃদ্ধশীল বাংলাদেশকে ‘সোনার বাংলা’ বিনির্মাণের কর্মযজ্ঞে অংশ নেয়ার জন্য নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের প্রতি আহবান জানান।
বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী মুজিবনগরে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সিনেটর এডওয়ার্ড কেনেডির সফরের কথা স্মরণ করে বলেন, “এডওয়ার্ড কেনেডি মুজিব নগরকে ফিলাডেলফিয়ার সাথে তুলনা করেছিলেন যেখানে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল।” এ প্রসঙ্গে তিনি মুজিবনগরকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী হিসেবে ঘোষণা করে ফিলাডেলফিয়ার মতো কিছু সরকারি দপ্তর সেখানে স্থাপন করার আহবান জানান।
বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্ণেল (অবঃ) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতিক, তাঁর বক্তব্যে কুষ্টিয়ার বৈদ্যনাথতলার আ¤্রকাননে মুজিবনগর সরকার প্রতিষ্ঠার রাজনৈতিক পটভূমির বর্ণনা করেন এবং মহান মুক্তিযুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। 
প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনেতা রামেন্দু মজুমদার মুজিবনগরকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতীক হিসেবে অভিহিত করেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে মুক্তিযুদ্ধের ১২তম সেক্টর হিসেবে উল্লেখ করে ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অসামান্য ভ‚মিকার কথা স্মরণ করেন। 
এই ভার্চুয়াল অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, লন্ডন ভিত্তিক থিংকট্যাংক স্টাডি সার্কেলের সভাপতি ও যুক্তরাজ্যে ৭১-এর স্টুডেন্ট অ্যাকশন কমিটির সদস্য সৈয়দ মোজাম্মেল আলী,  প্রবাসী ব্রিটিশ-বাংলাদেশি প্রগতিশীল নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক এবং যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন। অনুষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবসের ওপর মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং এই ঐতিহাসিক দিবসের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রর্দশন করা হয়। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে অংশগ্রহণ করেন।
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন