জিবিনিউজ 24 ডেস্ক //
বলিউডের অভিনেতা অর্জুন রামপাল প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি নিজেই জানিয়েছেন এ তথ্য।
অর্জুন নিজের বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। মেনে চলছেন সব ধরনের সতর্কতা।
ইনস্টাগ্রামে অর্জুন রামপাল লিখেছেন, আমি করোনা পজিটিভ। কোনো উপসর্গ না থাকলেও আমি নিজেকে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে নিয়েছি এবং কোয়ারেন্টিনে থাকছি। প্রয়োজনে চিকিৎসকের সাহায্যও নিচ্ছি। যা যা নিয়ম মেনে চলা উচিত, সব কিছুই মেনে চলছি। যারা বিগত ১০ দিনে আমার সংস্পর্শে এসেছেন, তারা নিজেদের যত্ন নিন এবং সাবধানতা অবলম্বন করুন। এই সময়টা খুবই ভয়ের। তবে আমরা যদি এই সংক্ষিপ্ত সময়ের জন্য সাবধান হতে পারি, তবে দীর্ঘকালীন লাভ আমাদেরই হবে। একসঙ্গে আমরা করোনাকে হারাতে পারি এবং আমরা তা করবো।
অর্জুনকে শেষ দেখা গিয়েছিলো জানুয়ারি মাসে ‘নেল পলিশ’ ছবিতে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন