করোনা মোকাবিলায় মোদিকে চিঠি মনমোহনের, দিলেন ৫ পরামর্শ

জিবিনিউজ 24 ডেস্ক //

ভারতে করোনা সংক্রমণ মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। চিঠিতে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীকে পাঁচ দফা পরামর্শ দিয়েছেন তিনি।

কিছুদিন আগেই কংগ্রেসের কার্যসমিতির বৈঠক হয়েছিলো। ওই বৈঠকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে কংগ্রেসের মধ্যেই আলোচনা হয়। বৈঠকের কিছুদিন পরেই সাবেক প্রধানমন্ত্রীর এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী স্পষ্ট উল্লেখ করেন, সরকারকে জানাতে হবে যে সরকার ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলিকে ঠিক কী নির্দেশ দিয়েছে। সরকার যদি বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে চায়, তাহলে এখন থেকেই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলিতে বরাত দিতে হবে যাতে নির্দিষ্ট সময়ের আগে ভ্যাকসিন ঠিকমতো পৌঁছে যায়। পাশাপাশি দেশব্যপী ভ্যাকসিনের বণ্টন যাতে ঠিকভাবে হয়, সেই কথাও উল্লেখ করেছেন তিনি।

সেক্ষেত্রে মনমোহনের পরামর্শ, সরকারের কাছে যতো ভ্যাকসিনের ডোজ মজুত থাকবে, তার ১০ শতাংশ জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য রেখে বাকিটা রাজ্যগুলোর মধ্যে বিতরণ করে দেওয়া উচিত যাতে রাজ্যগুলো ঠিকভাবে ভ্যাকসিনের ডোজ দিতে পারে।

একইসঙ্গে চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কারা প্রথম সারির যোদ্ধা হবেন, সেটা নির্ধারণের ক্ষেত্রে রাজ্যগুলিকে অগ্রাধিকার দিতে হবে। সেক্ষেত্রে স্কুল শিক্ষক, ট্যাক্সি চালকরাও যাতে প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে ভ্যাকসিনের ডোজ নিতে পারেন, সেই অনুরোধও চিঠিতে করেছেন।

একই সঙ্গে তিনি পরামর্শ দেন, ভ্যাকসিন নির্মাতা সংস্থা যাতে আরো বেশি করে ভ্যাকসিন প্রস্তুত করতে পারে, সেজন্য যেন সরকারের তরফে আর্থিক সাহায্য দেওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন