জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সোমবার(১৯’এপ্রিল) উপজেলা পরিসদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৫০ কেজি করে চাল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া,উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ,ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য গত ২৫’মার্চ সংঘটিত অগ্নিকান্ডে পরিবারগুলো প্রায় সর্বস্ব হারায়। ওই সময় অর্থ ও খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও ইউপি।তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও,পিআইও আরিফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন