এস এম ফজলুঃ
মৌলভীবাজারে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমনের হার। আর এই সংক্রমন প্রতিরোধে এবং সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে আইন শৃংখলা বাহিনী ও জেলা প্রশাসন কাজ করছে। সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে মৌলভীবাজার শহর সহ বিভিন্ন উপজেলায় গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেক পোষ্ট বসানো হয়েছে। সকালে যান চলাচল এবং জনগণের চলাচল সীমিত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ছোট ছোট যানবাহন সড়কে বেশ দেখা যায়। এছাড়া সাধারণ মানুষের ভীড়ও বাড়তে থাকে। ডাক্তার দেখানো, বাজার করা, কাজের খোঁজসহ নানা অজুহাতে বের হচ্ছেন মানুষ। করোনা মোকাবেলায় মৌলবীবাজার মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সর্বসাধারণকে সরকারি নির্দেশনা মেনেচলতে সতর্ক করছেন। যাতে করে সবাই বাসায় অবস্থান করেন এবং অপ্রয়োজনে বাসা থেকে বের না হন। এছাড়াও সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা ও উপজেলায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মোবাইল টিম কাজ করছে। মৌলভীবাজার মডেল থানা অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, “করোনা মোকাবেলায় যারা সরকারি নির্দেশনা মেনে চলছেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেয়া হবে। অত্র উপজেলার সকল রাজনীতিবিদ, সমাজসেবী এবং সচেতন ব্যক্তিবর্গ সহ সকলকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পূর্বের ন্যায় আগামী দিনগুলিতেও জনসচেতনতা মূলক কার্যক্রমে ভূমিকা রাখবেন বলে আশা করছি।”সকলের সম্মিলিত প্রচেষ্টায় মৌলভীবাজার বাসীকে করোনার মহামারী থেকে মুক্ত রাখার জন্য মৌলভীবাজার মডেল থানা পুলিশ অতীতের মত করে আগামী দিনগুলিতেও কাজ করে যাবে; এমন আশা প্রকাশ করেন তিনি। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় আরো ১৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ২শ ২২ জন আর সুস্থ হয়েছেন ২ হাজার ২৭ জন। আর মৃত্যু হয়েছে ২৬ জনের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন