বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেতার যোগাযোগ পুলিশের

জিবিনিউজ 24 ডেস্ক //

প্রথম বারের মতো ভিস্যাটের (VSAT) সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেতার যোগাযোগ স্থাপন করেছে পুলিশ। এতে করে পুলিশে প্রথমবারের মতো বেতার যোগাযোগের ক্ষেত্রে এক নবদিগন্ত উন্মোচিত হলো।

বুধবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, বাংলাদেশ পুলিশে এই প্রথম ভিস্যাট-এর সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ঢাকাসহ পুলিশের অপরাপর ইউনিটের সঙ্গে নোয়াখালীর ভাসানচরে নবস্থাপিত ভাসানচর থানা এবং রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আজ (বুধবার) সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। এর ফলে ঘূর্ণিঝড়সহ যে কোনও প্রাকৃতিক দুর্যোগেও এ দুর্গম এলাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সহজ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত থাকবে।

 

বাংলাদেশ পুলিশের উন্নয়ন ও আধুনিকায়নের এ উদ্যোগ বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের সুদূরপ্রসারী ও দূরদর্শী চিন্তার এক সফল বাস্তবায়ন বলে মনে করে পুলিশ সদর দফতর।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন