কাতারে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

জিবিনিউজ 24 ডেস্ক //

করোনাভাইরাসের কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা কাতারে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। দেশটিতে ফেরত যেতে হলে কাতার সরকারের কিছু নিয়ম অনুসরণ করতে হবে প্রবাসীদের।

শনিবার (২৯ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতারে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের জন্য সে দেশের সরকারের শর্তগুলি ওয়েবসাইটে প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আবাসিক পারমিটধারী গৃহকর্মী, কোম্পানি স্পন্সর ও অন্যান্য কর্মীদের কাতার সরকার ঘোষিত নিয়মাবলী অনুসরণ করতে হবে।

সম্পর্কিত খবর

কাতারে ফিরতে যাত্রীদের অবশ্যই ব্যতিক্রমী প্রবেশ অনুমতি (এক্সেপশনাল এন্ট্রি পারমিট) সংগ্রহ করতে হবে। যার একটি কপি সঙ্গে রাখতে হবে এবং একটি কপি কাতার এয়ারপোর্টে জমা দিতে হবে।

এই পারমিট সংগ্রহের নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিংয়ের কপি দাখিল করতে হবে।

এক্সেপশনাল এন্ট্রি পারমিটের জন্য এই লিংকে https://portal.www.gov.qa/wps/portal/qsports/home/ আবেদন করা যাবে। যাত্রীদের অবশ্যই কাতারে প্রবেশের আগেই ‘হেল্থ অ্যাসেসমেন্ট ফরম’ পূরণ করে সঙ্গে নিয়ে যেতে হবে।

আরও বলা হয়, কাতার এয়ারপোর্টে যাত্রীর পিসিআর টেস্ট করানো হবে। পিসিআর টেস্টের খরচ যাত্রীকেই বহন করতে হবে। যাত্রীদের অবশ্যই মোবাইলে ‘EHTERAZ’ অ্যাপস ডাউনলোড করতে হবে।

কাতার সরকারের এসব নির্দেশাবলী যথাযথভাবে পালন না করলে বোর্ডিং পাস দেয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

হোটেল বুকিং ও অন্যান্য নিয়মাবলী বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.qatarairwaysholidays.com/qa-en/domestic-staff-and-company-sponsored-workers

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন