জিবিনিউজ 24 ডেস্ক //
টিকা নেয়ার এক মাসেরও বেশি সময় পর করোনাভাইরাসে আক্রান্ত হলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। আপাতত নিজের বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন এ অভিনেতা। চিকিৎসকদের সব রকম পরামর্শ মেনে চলছেন।
মঙ্গলবার (২০ এপ্রিল) ইনস্টাগ্রামের নিজেই কোভিড আক্রান্ত হওয়ার নিশ্চিত করেছেন তিনি। জিৎ লেখেন, ‘আমি কোভিড আক্রান্ত। বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যারা বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করছি। খুব শিগগিরই দেখা হবে সবার সঙ্গে।’
গত ১৬ মার্চ কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছিলেন জিৎ। শুধু জিৎ নন, কোভিড টিকা নেওয়ার পরও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের আশুতোষ রানা, নাগমা, পরেশ রাওয়ালরাও।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন