বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার সদর পৌরসভাধীন এলাকার কুসুমবাগ এলাকা থেকে অদ্য-২১/০৪/২০২১খ্রিঃ সময় অনুমান-১০.৪৫ ঘটিকা ৪লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে মর্মে সংবাদ মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাটি প্রকাশিত হয় । যা সম্পূর্ণ সাজানো একটি ছিনতাইয়ের ঘটনা। উপরে উল্লেখিত সময় ও স্থানে তাহার বাম হাতে ছুরির আঘাত করে ৪.,০০,০০০/- টাকা ছিনতাই হয়েছে মর্মে রিপন দেবনাথ(২৫), মৌখিক ভাবে জানালে মৌলভীবাজার মডেল থানা পুলিশ উত্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সহিত অনুসন্ধান শুরু করে । তার দেয়া বক্তব্য ও এই তথ্য ও তাহার কথিত বক্তব্য অনুযায়ী ৪ লক্ষ টাকা আনার স্থান, যােগাযােগ মাধ্যম সহ কথিত ঘটনাস্থলে টাকা সহ নেমে ব্যাংকে যাওয়ার বিষয় গুলাে অত্র থানার চৌকস একটি পুলিশ টিম প্রতিটি বিষয়ে সরজমিনে যাচাই-বাচাই কালে তাহার দেওয়া ব্যক্তব্যে যথেষ্ট গড়মিল পায় মৌলভীবাজার মডেল থানার চৌকস একটি পুলিশ টিম। তাৎক্ষনিক ভাবে অফিসার ইনচার্জ মােঃ ইয়াছিনুল হকের সার্বিক তত্ত্বাবধানে অত্র থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব মােঃ মশিউর রহমান এর নেতৃত্বে ভিকটিমের সার্বিক বক্তব্য পর্যালােচনা ও যাচাই কালে জানা যায়- ভিকটিম রিপন দেবনাথ বিভিন্ন পাওনাদারদের ঋন পরিশােধের কথা বললেও তা পরিশােধ না করতে পারলে ফয়সল মনছুরের পূর্বের পাওনা ৬ লক্ষ টাকা পরিশােধের অদ্য ধার্য্য করে। ইতিমধ্যে ভিকটিম রিপন দেবনাথ তাহার নিকট পাওনাদার ফয়ছল মনছুরকে বারবার টাকা দেওয়ার বিষয়ে মােবাইল ফোনে যােগাযােগ করে টাকা প্রদানে আশ্বাস দিয়ে শহরে আসে। একপর্যায়ে সে কোন টাকা সংগ্রহ না করে সে উল্লেখিত স্থানে ৪ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিনব পন্থা অবলম্বন করে এই মিথ্যা নাটকীয় ছিনতাই ঘটনা সাজিয়ে নিজেই তার হাত কেটে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। পরবর্তীতে পুলিশের উপন্থিতিতে পাওনাদার ফয়সল মনছুর এর সম্মুখে এই সাজানাে ছিনতাইয়ের ঘটনাটির বিবরণ প্রদান করে। সে তার ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে। তাছাড়া তার এই সাজানাে নাটকীয় ছিনতাইয়ের ঘটনাটি বেশ কিছু সামাজিক যােগাযােগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় জনমনে আতঙ্ক ও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় মৌলভীবাজার জেলা বাসীর নিকট ক্ষমা প্রার্থনা করে। সে ভবিষ্যতে এই রকম মিথ্যা তথ্য দিয়ে এমন ছিনতাইয়ের ঘটনা সাজাবে না মর্মে অঙ্গিকার করে মৌলভীবাজার মডেল থানায় স্বীকারোক্তি প্রদান করে । উল্লেখ্য ঘটনার বিষয়ে ভিকটিম রিপন দেবনাথকে বিস্তারিত জিজ্ঞাসাবাদে সে জানায় সে বিগত ০১ বছর পুর্বে বারডেম জেনারেল হাসপাতাল-২ ঢাকায় ভিপ্লোমা মেডিকেল ল্যাব টেকনােলজিস্ট হিসাবে মাষ্টার রুলে কর্মরত ছিলেন। এরই মাঝে শ্ৰীমঙ্গল থানাধীন শমসেরগঞ্জ বাজারে জনৈক ফয়সল মনছুর এর সহিত রেডিয়েন্স ডায়াগনষ্টিক সেন্টার ব্যবসা শুরু করে। উক্ত ব্যবসা কালীন সময়ে রিপন দেবনাথ বিভিন্ন লােকজনের নিকট হইতে ঋনগ্রন্থ হয়। আর এই কারনেই সে এই ছিনতাইয়ের ঘটনা সম্পূর্ণ সাজায়৷ ছিনতাইয়ের ঘটনা সম্পূর্ণ সাজানো ব্যক্তি রিপন দেবনাথ(২৫), পিতা-মীর মােহন দেবনাথ, সাং-ভুজবল , থানা ও জেলা মৌলভীবাজার জানা যায়। উল্লেখিত ঘটনার বিবরণসহ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক জানান, শান্তি ও নিরাপত্তা জোরদারে মডেল থানা পুলিশ সার্বক্ষণিক ভাবে কাজে করে যাচ্ছে। প্রথমেই আমরা বিষয়টি নিয়ে সন্দেহ হয় আর এরই প্রেক্ষিতে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে রিপন দেব নাথ সব স্বীকার করে এবং মৌলভীবাজার বাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক আরো বলেন, মৌলভীবাজার বাসীর নিরাপত্তা জোরদার নিশ্চিতে মডেল থানা পুলিশ সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া উক্ত সাজানো ছিনতাইয়ের ঘটনায় আতংকিত না হওয়ার জন্য আহবান জানান । উল্লেখ্য যে, যদি কেউ ভবিষ্যতে এই রকম মিথ্যা তথ্য/ সাজানো ঘটনা দিয়ে জনমনে আতঙ্ক ও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাহলে তাহার বিরুদ্ধে বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন