যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি ||

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহর দণ্ড ঘোষণা করেছে দেশটির একটি আদালত। ২০১৭ সালের ১১ ডিসেম্বর নিউইয়র্কে আত্মঘাতী বোমা হামলার চেষ্টায় ঘটনায় বৃহস্পতিবার ম্যানহাটনের ফেডারেল জজ আকায়েদকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আরও ৩০ বছরের সাজা দেন। যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে যাবজ্জীবন সাজাকে ২৫ বছর হিসাব করা হয়। ফলে যত দিন আকায়েদ বাঁচবেন তত দিন জেলেই থাকতে হবে। খবর-রয়টার্সের।
আকায়েদ হামলার ঘটনাকে আত্মহত্যার কথা দাবি করেন। তবে বিচারক এই হামলাকে বর্বরোচিত এবং ভয়ানক অপরাধ হিসেবে উল্লেখ করেন।
২০১৭ সালে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাওয়ার ভূগর্ভস্থ পথে নিজের শরীরে বাঁধা ‘পাইপ বোমায়’ বিস্ফোরণ ঘটান আকায়েদ।বোমাটি ঠিকমতো না ফাটায় তিন পুলিশ সদস্য আহত হন।
তাকে গ্রেফতারের পর নিউইয়র্ক পুলিশ জানায়, ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তিনি হামলা চালানোর চেষ্টা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
আকায়েদের বাড়ি চট্টগ্রামে। তবে তিনি ঢাকায় বড় হয়েছেন। ৩১ বছর বয়সী আকায়েদ ৮ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে মা, বোন ও দুই ভাইর সঙ্গে থাকতেন। তবে তার স্ত্রী সন্তানসহ দেশেই থাকতেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন