ব্রিটেনে ৫০% ছাড়ে রেস্টুরেন্টে খাবারের শেষ দিন ৩১ আগষ্ট

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

ব্রিটেনে ৫০% ছাড়ে রেস্টুরেন্টে খাবারের শেষ দিন ৩১ আগষ্ট। গত বুধবার পর্যন্ত এই স্কীমে খাবারের অর্ডার করা হয়েছে ৬৪ মিলিয়নবার। আর ৮৪ হাজার রেস্টুরেন্ট এই স্কীমের জন্য তালিকাভুক্ত হয়। মূলত রেস্টুরেন্ট সেক্টরের স্টাফদের চাকুরি রক্ষায় এই উদ্যোগ নেয় সরকার। প্রাথমিকভাবে সফলও হয়েছে সরকার। তা স্বীকার করেছেন বাংলাদেশী রেস্টুরেন্ট মালিক ও ক্রেতারা।

এদিকে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের অসংখ্য খাবারের ব্যবসা প্রতিষ্ঠান সপ্তাহের তিন দিন খাবার ও নন-এ্যালকোহলিক ড্রিঙ্কে ৫০% ডিসকাউন্ট দিয়েছে – যার শেষ দিন হচ্ছে সোমবার ৩১ আগষ্ট।

সরকারের ‘ইট আউট টু হেল্প আউট’ স্কীমের আওতায় আগামী সোমবার ৩১ আগষ্ট ৫০ শতাংশ ছাড়ে খাবার খাওয়ার বিশেষ এই সুযোগ নিতে পারেন আপনিও। সোমবার আপনি স্থানীয় রেস্টুরেন্ট বা ক্যাফেতে যান এবং আপনার এলাকার ব্যবসা প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন। যতবার ইচ্ছা ততবার এই ছাড়ের সুযোগ দিতে পারেন আপনি।

টাওয়ার হ্যামলেটসের কোন্ কোন্ খাবারের ব্যবসা প্রতিষ্ঠান এই ডিসকাউন্ট দিচ্ছে, তা জানতে www.tax.service.gov.uk/eat-out-to-help-out/find-a-restaurant/ – এই ওয়েবসাইট ভিজিট করুন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন