অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান নচেৎ অচিরেই ধ্বংসের দিকে যাচ্ছি-মোয়াজ্জেম চৌধুরী

বর্তমান কঠিন করোনা ভাইরাস পরিস্থিতিতে পবিত্র আল কোরআনের আয়াত গুলো মনে সাহস যোগায় ও মনোবল বৃদ্ধি করে। আমরা এখন একসময় পার করছি যেখানে মহান আল্লাহ পাক আমাদের হেফাজত ও রিজিক প্রদান না করলে আমরা অচিরেই ধ্বংস হবো। প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিকিৎসা ব্যবস্থায় হিমশিম খাচ্ছে হাসপাতাল গুলো। এযেন এক মৃত্যু পুরিতে পরিনত হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন কঠোর করা হয়েছে তাও থামছে সংক্রমণের হার। মহান আল্লাহ পাক পবিত্র আল কোরআনে এরশাদ করেছেন...... "প্রকৃতই আল্লাহপাক ‘রাজ্জাক’ (রিযিকদানকারী)। আল-কুরআনে এরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ রিজিক দান করেন এবং তিনি প্রবল পরাক্রান্ত’। (সূরা যারিয়াত : আয়াত ৫৮)। " আল্লাহ তা’আলা সৃষ্টি জগতের সকল কিছুকে রিযিক প্রদান করছেন। তিনিই উত্তম রিযিকদাতা। আল-কোরআনে এই বিশেষত্বটি এভাবে বিশ্লেষণ করা হয়েছে যে, ‘মারয়াম তনয় ঈসা বলল, হে আল্লাহ, আমাদের প্রতিপালক। আমাদের জন্য আসমান হতে খাদ্যপূর্ণ খাঞ্জা দান করুন, তা আমাদের ও আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য আনন্দ উৎসব এবং তোমার নিকট হতে নিদর্শনস্বরূপ হবে এবং আমাদেরকে রিযিক দান করুন আপনিই তো শ্রেষ্ঠ জীবিকা দানকারী। (সূরা মায়েদা : আয়াত ১১৪)। তোমাদের জন্য রিজিক বা জীবিকার ব্যবস্থা করেছি। আর তোমরা যাদের জীবিকদাতা নও তাদের জন্যও। (সূরা হিজর : আয়াত ২০)। সূতরাং উল্লেখিত নাতিদীর্ঘ আলোচনার নিরিখে একথা স্পষ্টতই বলা যায় যে, যে বা যারা সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা, শ্রেষ্ঠ রিজিকদাতা, সর্বোৎকৃষ্ট রিযিকদাতা, মহিয়ান গরিয়ান আল্লাহ রব্বুল ইজ্জতের এই গুণ ও সিফাতের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করবে তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। আমরা যেসকল অপকর্ম ও জুলুম নির্যাতন অন্যের হক সম্পদ আত্মসাৎ করছি তা বন্ধ না করলে যেনে রাখুন আমরা গজবের কঠিন আজাব থেকে মুক্তি পাবো না। অচিরেই ভূমিকম্প, সুনামি, কাল বৈশাখী ঝড়সহ নানা আযাব আর গজবে ধ্বংস হবে তাতে কোন সন্দেহ নেই এর কোন ব্যত্যয় ঘটবে না। বর্তমানে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন । এবং সরকারের কাছে আবেদন নিম্নবিত্ত, মধ্যবিত্ত অসহায় মানুষের আহার (রিজিকের) ব্যবস্থা করুন । এতেই হয়তো সরকারের মঙ্গল নিহিত রয়েছে। তাই মহান আল্লাহর আমাদের সাহায্য করুন, মহান আল্লাহ পাক আমাদের ক্ষমা করুন । আমিন। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী গণমাধ্যম ও মানবাধিকার কর্মী। মৌলভীবাজার, সিলেট ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন