লিবিয়া উপকূলে নৌকাডুবি, শতাধিক অভিবাসীর মৃত্যু

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

লিবিয়া উপকূলে নৌকা ডুবে শতাধিক অভিবাসীপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। উদ্ধারকারী একটি দাতব্য সংগঠন জানিয়েছে, রাবার নৌকা ডুবির ফলে এই ঘটনায় কাউকে জীবিত উদ্ধার করা যায়নি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ইউরোপীয়ান মানবাধিকার সংগঠন এসওএস মেডিটেরিনি জানিয়েছে, বুধবার লিবিয়ার আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে অভিবাসীপ্রত্যাশীদের নৌকা বিপদে পড়ে। এরপর এনজিও ওশান ভাইকিংস এবং তিনটি সওদাগর নৌকা উদ্ধার অভিযানে নামে।

 

ওশান ভাইকিংসের উদ্ধারকারী দলের সমন্বয়ক লুইসা আলবেরা বলেন, আজ পর্যন্ত আমরা জীবিত কাউকে খুঁজে পায়নি। ডুবে যাওয়া নৌকার ধ্বংসাবশেষের কাছে তিনি ১০টি মৃতদেহ দেখতে পেয়েছেন জানিয়ে দু:খ প্রকাশ করেন ।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর প্রধান কর্মকর্তা ইউজিনিও অ্যামব্রোসি বলেন, `মধ্য ভূমধ্যসাগরের এই ঘটনায় অন্তত ১০০ জনের প্রাণহানি ঘটেছে।‘ টুইটারে তিনি লেখেন, `আন্তর্জাতিক আইনের মৌলিক মানবিক শর্তসমূহ সমুন্নত রাখতে না পারার মানবিক পরিণতি এটা।‘

সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা বাড়ছে অভিবাসীদের মধ্যে৷ মানব পাচারকারীরা ঝুঁকিপূর্ণ ছোট রাবারের নৌকায় তুলে সমুদ্রে ছেড়ে দিচ্ছেন তাদেরকে। আইওএমের তথ্য অনুযায়ী, এভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ২০ হাজারের অধিক মানুষ প্রাণ হারিয়েছেন৷

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন