এস এম ফজলুঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনে আগুনে লেগেছে। ১ ঘণ্টা ধরে চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। স্থানীয় সূত্রে জানা যায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিল কিছু শ্রমিক। কিন্তু দুপুর ১২ টার দিকে সেখানে হঠাৎ আগুন জ্বলে উঠে । পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে বনের ভেতরে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস ভেতরে ঢুকতে পারছেনা। সেই সাথে রয়েছে পানির স্বল্পতা। বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বন বিভাগের লোকজন এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। কি কারণে আগুন লাগল তা তদন্ত করছে বন বিভাগ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন