মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যােগে ২ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ

এস এম ফজলুঃ

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যাগে করোনা ভাইরাস মহামারিতে বিভিন্ন পেশার ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (২৪এপ্রিল) দুপুরে জেলা স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা,উপজেলা নির্বাহি অফিসার শরিফুল ইসলামসহজেলা প্রশাসকের কার্যালয় কর্মকর্তাবৃন্দ। উপহার সামগ্রী মধ্যে রয়েছে,১০ কেজি চাল,২ কেজি আলু, ২ কেজি পিয়াজ,১ কেজি ডাল,১কেজি লবণ, ১কেজি ছোলা,১ লিটার তেল। এছাড়া মৌলভীবাজার জেলায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ৬৭টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ২লাক্ষ ৫০হাজার টাকা এবং প্রতিটি পৌরসভায় ২ লাক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। এদিকে প্রতিটি উপজেলায় ২০০টি করে ৭ টি উপজেলায় ১৪০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন