মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি ||
করোনাভাইরাসের কারণে নিজেদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ডিপার্টমেন্ট অব স্টেটের ট্রাভেল স্টেট বিভাগ গত মঙ্গলবার তাদের আপডেট করা বিবৃতিতে এই খবর দেয়।
গত জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ভ্রমণে নিজেদের নাগরিকদের সতর্ক করেছিল। এবার সরাসরি না আসার পরামর্শ দিয়ে বলেছে, ‘কোভিড-১৯-এর কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না। বাংলাদেশে অপরাধ, সন্ত্রাসবাদ এবং অপহরণ থেকে রক্ষা পেতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন।’
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বাংলাদেশের জন্য লেভেল-৪ ট্রাভেল হেলথ নোটিশ জারি করেছে। সংস্থাটি বলছে, বাংলাদেশে এই মুহূর্তে কোভিড-১৯ খুব বেশি ছড়াচ্ছে।
যুক্তরাষ্ট্র তাদের লেভেল-৪ নোটিশে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপেও যেতে নিষেধ করেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন