কর্নেল মালেক মেডিকেল কলেজ ছাত্রলীগের টেলিমেডিসিন সেবা চালু

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও মহামারী নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ থাকায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রোগীদের জন্য বিশেষ টেলিমেডিসিন সার্ভিস ‘হ্যালো ছাত্রলীগ’ চালু করেছে মানিকগঞ্জ জেলার কর্নেল মালেক মেডিকেল কলেজ ছাত্রলীগ। 

রবিবার (২৫ এপ্রিল) মানিকগঞ্জ জেলার কর্নেল মালেক মেডিকেল কলেজ ছাত্রলীগ করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভে সাধারণ জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনলাইনভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে টেলিমেডিসিন সার্ভিস ‘হ্যালো ছাত্রলীগ’ চালু করে।

এর আগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সারাদেশের সকল নেতাকর্মীদেরকে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলাকালীন সময়ে সাধারণ জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা "হ্যালো ছাত্রলীগ" নামকরণে দেশব্যাপী হেল্পলাইন টিম গঠন করে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। সেই সাথে দেশের যেকোনো প্রান্তের সরকারি বেসরকারি হাসপাতালে কোভিড ও নন-কোভিড রোগীদেরও স্বাস্থ্য সেবা ও তথ্য দিয়ে সহায়তা করার নির্দেশনাও দেয়া হয়। ।

এরই ধারাবাহিকতায় কর্নেল মালেক মেডিকেল কলেজ ছাত্রলীগ সাধারণ জনগন জেনো ঘরে বসেই জরুরী স্বাস্থ্যসেবা পেতে পারে সেই লক্ষ্যে টেলিমেডিসিন সেবা "হ্যালো ছাত্রলীগ" কার্যক্রম শুরু করে। 

কর্নেল মালেক মেডিকেল কলেজ ছাত্রলীগের টেলিমেডিসিন সেবার সমন্বয়ক সৈয়দ তানভীর আহমেদ বলেন, "বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে কর্নেল মালেক মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সেবাদানের জন্য আমরা প্রস্তুত।"

তিনি আরও বলেন, " দেশের যেকোনো দুর্যোগ বা মহামারী কিংবা সংকটে বাংলাদেশ ছাত্রলীগ সবার আগে সাধারণ মানুষের পাশে গিয়ে দাড়াঁয়। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কর্নেল মালেক মেডিকেল কলেজ ছাত্রলীগ এগিয়ে এসেছে এবং সেবাদান করতে বদ্ধপরিকর। যার ফলশ্রুতিতে আমরা টেলিমেডিসিন সেবা শুরু করেছি এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করার চেষ্টাও করে যাচ্ছি।"

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন