ভারতের কোণায় কোণায় অক্সিজেন পৌঁছানোর পরিকল্পনা মোদির

  জিবিনিউজ 24 ডেস্ক //

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভারতে বেসামাল অবস্থা। প্রতিদিন বিপুল সংখ্যক সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি দেশটিতে চলছে অক্সিজেনের তীব্র সংকট। আর তাই চলমান পরিস্থিতি সামাল দিতে ও অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখতে ৫৫১টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট তৈরির নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, অক্সিজেনের অভাবে ধুঁকতে থাকা ভারতে অক্সিজেন এক্সপ্রেসসহ একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ঘাটতি পূরণ সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতি মোকাবিলায় ভারতের কোণায় কোণায় অক্সিজেন প্রস্তুতকারী প্ল্যান্ট নির্মাণের নির্দেশ দিয়েছেন মোদি। এই খাতে ২০১ কোটি রুপি ব্যবহারের অনুমোদনও দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

 

নরেন্দ্র মোদি জানিয়েছেন, এই প্রজেক্টের ফলে জেলা স্তরেও মানুষও উপকৃত হবেন। অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল সংলগ্ন এলাকাকেই নির্বাচন করা হবে।

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আদালতও। শনিবার দিল্লি হাইকোর্ট জানিয়েছে, ‘কেন্দ্রীয়, রাজ্য কিংবা স্থানীয় প্রশাসনের কেউ যদি অক্সিজেনের পরিবহন কিংবা পৌঁছে দেওয়ার কাজে বাধা দেয়, তাহলে আমরা সেই ব্যক্তিকে ফাঁসির শাস্তি দেবো।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন