জিবিনিউজ 24 ডেস্ক //
করোনা ভাইরাসের টিকাদানে এক মাইলফলক স্থাপন করেছে বৃটেন। এমন দাবি করে বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক শনিবার বলেছেন, বৃটেনের অর্ধেক জনগোষ্ঠীকে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়া হয়ে গেছে। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সরকারি হিসাব অনুযায়ী বৃটেনে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে মোট ৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার মানুষকে। এক কোটি ২০ লাখের বেশি মানুষকে টিকার দুটি ডোজই দেয়া হয়েছে। টুইটারে এক ক্লিপে এ বিষয়ে ম্যাট হ্যানকক বলেন, এটা এক ব্রিলিয়ান্ট মাইলফলক। উল্লেখ্য, স্বাস্থ্য ও সামাজিক সেবা বিষয়ক মন্ত্রণালয়ের সরকারি হিসাব অনুযায়ী বৃটেনে এখন মোট জনসংখ্যা ৬ কোটি ৬৮ লাখ। ইউরোপিয়ান ইউনিয়নের অন্য দেশগুলোর আগে প্রথম করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু করে বৃটেন। ফলে সেখানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
ফলে লকডাউন পরিস্থিতিকে শিথিল করতে এবং অর্থনৈতিক কর্মকা-কে ফের সচল করতে পরিকল্পনা মতোই অগ্রসর হতে পারবে বৃটেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন