আরব আমিরাতের বনফুল সুইটস এর নতুন শাখার যাএা শুরু

মোহাম্মদ সেলিম 

গতকাল সংযুক্ত আরব আমিরাতের আজমান সানাইয়া লাকী রাউন্ড এলাকায় বনফুল সুইটস এর নতুন শো-রুম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।  এই সময় কোম্পানির এমডি এটিএম জায়েদ চৌধুরী,  স্পন্সর সাহিদ জুমা মোহাম্মদ আল তামিমি, বনফুলের পরিচালক শিরিন সুলতানা, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনি: সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, সারজা বাংলাদেশ সমিতির সভাপতি আবুল বাশার,সাইফুদ্দিন আহমেদ,শাহ মোহাম্মদ মাকসুদ, মোহাম্মদ শাহিন,মীর আহমেদ, নাসের চৌধুরী, জি এম জায়গীরদার, নাসির উদ্দিন কায়সার, দেলোয়ার আহমেদ, মোহাম্মদ আনোয়ার,জাহাঙ্গীর আলম রুপু, জায়েদ পারভেজ, জহিরুতুন নেসা মুন্নি, আবুল কালাম, মীর হোসেম,ফরিদ আহমেদ শাহিন,নাসির চৌধুরী,শামস আহমেদ  সহ  বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশি খাবারকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন। বনফুলের মিষ্টান্ন আগের মত সব মহলে প্রশংসিত হবে বলে প্রত্যাশা তাদের। পরে প্রতিষ্ঠান উত্তরোত্তর সাফল্য কামনায় মোনাজাত পরিচালনা করা হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিরা নতুন প্রতিষ্ঠানে ইফতার করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন